জাতীয় নাগরিক পঞ্জি ইস্যুতে মঙ্গলবার দিনভর উত্তাল জাতীয় রাজধানী ৷ অসমের নাগরিকপঞ্জি নিয়ে দিল্লিতে আন্দোলনের মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে জনমত তৈরি, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবারের পাশাপাশি আইনি পথে হাঁটার সম্ভাবনাও খোলা রাখছেন তৃণমূল সুপ্রিমো। ধাপে ধাপে নিজস্ব কৌশলে দেশজোড়া প্রতিবাদ সংগঠিত করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বের সূচি মতোই এদিন সন্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী ৷
আদালতের রায়কে সম্মান করলেও সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন, অবিলম্বে NRC নিয়ে সংসদে নতুন বিল এনে আইন সংশোধন করতে হবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই দাবিই জানালেন তৃণমূল নেত্রী ৷ একইসঙ্গে সরকারি কলমের আঁচড়ে পরিচয়হীন ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয় ৷
মমতা বন্দ্যোপাধ্যায় রাজনাথের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘বাংলাদেশ থেকে অনেকে এদেশে এসেছেন ৷ অনেক আগেই তাঁরা এদেশে এসেছেন ৷ ভিনরাজ্যেরও অনেকে অসমে থাকেন ৷ এনআরসির নামে ভুল কাজ হয়েছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই নিয়ে অভিযোগ জানিয়েছি ৷’
এছাড়াও রাজনাথ-মমতা বৈঠকের মূল কথাই ছিল NRC সংক্রান্ত নয়া বিল ৷ সেই নিয়ে যে কথা হয়েছে তা সাংবাদিকদের নিজেই জানিয়েছেন তৃণমূলনেত্রী ৷ বলেন, ‘৪০ লক্ষ মানুষের পরিচয় হারিয়ে গেলে, তাঁরা কোথায় থাকবেন? কী করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে নয়া বিল আনতে বলেছি ৷ ৪০ লক্ষ মানুষ যাতে অসহায় হয়ে না পড়েন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছি ৷’
রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষেও বিজেপির বিরুদ্ধে ফের নিজের ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমের পর এবার বাংলায় NRC তৈরি করতে চায় বিজেপি ৷ সেই মন্তব্য নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷
Be the first to comment