বাংলা যে পথে হাঁটবে, দেশ সেই পথ অনুসরণ করবেঃ রাকেশ টিকাইত

Spread the love

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাকেশ টিকাইত। কৃষক নেতাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেখানে কৃষক নেতা বলেন, ‘পুঁজিবাদী শক্তিকে জবাব দিয়েছে বাংলা। বছর ধরে দেশের উন্নয়ন থমকে রয়েছে। বিজেপিকে কড়া জবাব দিয়েছেন মমতা।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠনের জন্য অভিনন্দন জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘বাংলা যে পথে হাঁটবে, সেই পথ অনুসরণ করবে দেশ।

পাশাপাশি এদিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফসলের ন্যূনতম দাম নিয়ে নতুন আইন প্রণয়ন করা হোক। কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে। কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। ৭ মাস ধরে আন্দোলন চলছে, জোর করে আইন পাস করা হয়েছে। কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এটা আমাদেরও দাবি।’

উল্লেখ্য, তিন কৃষি আইনের বিরোধিতা করে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, একুশের নির্বাচনে মোদী বাহিনীকে দুরমুশ করে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন মমতা। এই জয়ের পরই জাতীয় রাজনীতিতে মোদী বিরোধিতার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন মমতা। সম্প্রতি টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া নিয়েও জোর চর্চা হয়েছে। এই প্রেক্ষিতে মমতার সঙ্গে টিকাইতের সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে এই বৈঠকের পেছনে রয়েছে অন্য আলোচনাও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় রাজনীতিতে তৃণমূলের প্রাসঙ্গিক হয়ে ওঠাকে বাড়তি উৎসাহ দেবে এই বৈঠক। রাজ্যের কৃষকদের বিষয়ে কথা বলা ছাড়াও কৃষিকাজ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*