প্রথম দফার ভোট শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। শেষ মুহূর্তের প্রচারে তাই খামতি রাখতে চাইছে না তৃণমূল থেকে বিজেপি। রবিবার এক দিকে যেমন রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী অন্যদিকে আজ মোট ৬টি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
পূর্ব মেদিনীপুরে পর পর এই জনসভাগুলিতে অংশ নেবেন তাঁরা। তিনটি সভা করবেন মমতা, তিনটি অভিষেক। আজ সকাল ১১টা নাগাদ দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকার কেওড়ানালা এলাকায় জনসভা শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। মমতার দ্বিতীয় সভা রয়েছে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের লোকাল বোর্ড বাসস্ট্যান্ড মাঠে। তৃতীয় সভা রয়েছে নন্দকুমার বিধানসভা এলাকার মহারাজা হাইস্কুল খেলার মাঠে। পূর্ব মেদিনীপুরের সবক’টি আসনেই নির্বাচন প্রথম ও দ্বিতীয় দফায়। অর্থাৎ ১ এপ্রিল এই জেলায় নির্বাচন শেষ হবে। উত্তর ও দক্ষিণ কাঁথির নির্বাচন হবে প্রথম দফায়, নন্দকুমারে নির্বাচন দ্বিতীয় দফায়। সব মিলিয়ে প্রচারের জন্য হাতে আর খুব বেশি দিন সময় নেই। শেষ মুহূর্তে তাই পর পর সভায় অংশ নিচ্ছেন মমতা।
Be the first to comment