ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
গুন্ডাবাজরা বলছে বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো হয়না, প্রমাণ করে দেখান নাহলে রাজনীতি ছেড়ে দিন, উল্টোটা হলে আমি রাজনীতি ছেড়ে দেবো। বুধবার রামপুরহাটের সভামঞ্চ থেকে এভাবেই অমিত শাহকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ৪২-এ জিরো পাবে ওরা। ইলেকশন কমিশন কবে ভোটের রেজাল্ট বেরোবে সেটা অর্ধশিক্ষিত নেতারা কি করে বলছে? দিল্লির কিছু নেতা অর্ধশিক্ষিত, এরা বাংলার সভ্যতা কিছু জানে না, এই নেতারা বলছে কন্যাশ্রী নাকি অনুকরণ? পাশাপাশি মমতা এদিনের সভামঞ্চ থেকে বলেন, একটা টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় নেয়নি, আর যদি ওরা প্রমাণ করতে পারে তবে আমি রাজনীতি ছেড়ে দেবো।
দুর্গাপুজো করে বলে ৪০টি পুজো কমিটিকে আয়কর নোটিশ পাঠিয়েছে, পারবেন মুম্বইতে এমন নোটিশ পাঠাতে? মমতা আরও বলেন, আমরা জনগণের টাকা লুট করি না, আমরা পাহারাদার, তোমাদের মতো মিথ্যা পাহারাদার নই। বাংলাকে সিবিআই দিয়ে ভয় দেখিয়ে কোনও লাভ নেই, বিজেপি বাংলাকে শুধু গালাগালি দিচ্ছে আর দাঙ্গা করার চেষ্টা করেছে। বিজেপি কখনও হিন্দু মুসলিমের ঝামেলা লাগিয়ে দেয়, কখনও বাঙালিদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। মমতা জানান, যারা মহাত্মা গান্ধীর হত্যার পিছনে রয়েছে তারা আজ সাধু সাজছে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাফাল, নোটবন্দি, জিএসটি সহ একাধিক প্রসঙ্গও।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি ৷ ১ কোটি ৭২ লক্ষ সংখ্যালঘুরা স্কলারশিপ পাচ্ছে। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে কৃষকবন্ধু প্রকল্প। যার এক একর জমি সে পাঁচ হাজার টাকা করে পাবে ৷ ১৮ থেকে ৬০ বছরের মধ্যে স্বাভাবিকভাবেও কোনও কৃষক মারা গেলে তার পরিবার ২ লক্ষ টাকা করে পাবে, আমরা ইনসিওরেন্সও করে দিয়েছি ৷ কৃষকদের বীমার টাকা রাজ্য সরকার দেয়৷ কৃষি জমির খাজনা মকুব করেছে রাজ্য ৷ মিউটেশন ফিও মকুব করা হয়েছে।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ১০ হাজার মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হয় ৷
শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী?
:
Be the first to comment