বাম ছাত্রদের ঘেরাওয়ের মুখে পড়ে পাল্টা হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাতে মাইক নিয়ে মঞ্চে দাঁড়িয়েছিলেন মমতা। সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তুমুল স্লোগান তুলছিলেন বাম ছাত্র ছাত্রীরা। প্রশ্ন তুলছিলেন, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তিনি!
এই পরিস্থিতিতে হাতে মাইক নিয়ে বাম ছাত্রদের পাল্টা হুঁশিয়ারি দেন মমতা। প্রথমে বাম ছাত্রদের বোঝোনার চেষ্টা করছিলেন তিনি। তার পর বলেন, আমাদের মঞ্চে যদি হামলা হয়, তা হলে ভুলে যেও না আমাদেরও ছাত্র সংগঠন রয়েছে। ওরা এখানেই রয়েছে।
উল্লেখ্য, মোদীর কলকাতা সফর নিয়ে বাম ছাত্রছাত্রীরা এদিন সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু বিকেলে মোদী-মমতার বৈঠকের পর তাদের আক্রমণের সুর বদলে যায়। সিপিএম পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিমের সুরে সুর মিলিয়ে তাঁরা প্রশ্ন তোলেন, তা হলে কি সেটিং হয়ে গেল?
তবে শান্তিপূর্ণ আন্দোলনের চেহারাটা সন্ধ্যা সাতটা থেকে রাতারাতি বদলে যায়। তাদের ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। তাতে উত্তেজিত হয়ে ছাত্রছাত্রীরা প্রথমে ব্যারিকেড ভাঙেন। তার পর মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলে তাঁকে ঘেরাও করেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রথমে তাঁদের বোঝানোর চেষ্টা করেন যে তিনি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে ডেকে আনেননি। উনি নিজেই এসেছেন। প্রধানমন্ত্রী কলকাতা সফরে এলে সৌজন্যের খাতিরে মুখ্যমন্ত্রীকে যেতেই হয়। কিন্তু ছাত্ররা সেই যুক্তি শুনতে নারাজ। ফলে তাঁরা মমতার কথায় কান না দিয়ে স্লোগান চালিয়ে যান।
এই অবস্থায় দৃশ্যত কিছুটা হতাশ মুখ্যমন্ত্রী বলেন, তোমরা যা খুশি করো। যতক্ষণ পারো করো। তার পর দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চ থেকে স্লোগান তুলতে শুরু করে দেন মুখ্যমন্ত্রীও।
Be the first to comment