মাসির বাড়ি যাবেন জগন্নাথদেব। সঙ্গে যাবেন বলরাম, সুভদ্রা। সকাল থেকেই পুরীতে লোকারণ্য। চারদিকে যেন সাজসাজ রব। তৈরি নান্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন। রশি টেনে নিয়ে যাওয়া হবে গুণ্ডিচা মন্দিরে। অন্যদিকে, সেজে উঠেছে কলকাতাও ৷ প্রতিবারের মতো এবারও কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৭১ সাল থেকে ইসকনের এই রথযাত্রাটি কলকাতায় আয়োজিত হচ্ছে। প্রতি বছরই মানুষ ভিড় জমান এই রথের রশিতে টান দিতে। অ্যালবার্ট রোডে অবস্থিত ইসকনের মন্দির থেকে রথের যাত্রা শুরু হবে। এই যাত্রা শুরু হয়ে গোটা শহরে প্রদক্ষিণ করবে বলে জানান ইস্কনের এক কর্মকর্তা।
এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখার্জি রোড, এটিএম রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড-সহ শহরের একাধিক রাস্তায় প্রদক্ষিণ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে থামবে রথ। ২২ জুলাই পর্যন্ত সেখানেই রাখা থাকবে। সেখানে জগন্নাথ দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment