বুধবার স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে পুলিস কর্মীদের সাহসিকতার পুরস্কারও দিয়েছেন তিনি৷ এছাড়াও দেওয়া হয়েছে এ বছর থেকেই চালু হওয়া ‘বীরত্বের পুরস্কার’৷ পুরস্কার পেয়েছেন প্রয়াত এসআই অমিতাভ মালিক। গত ১৪ অক্টোবর সিংমারি জঙ্গলে মারা যান অমিতাভ মালিক। এছাড়াও ‘চিফ মিনিস্টারস মেডেল’ ও ‘আউটস্ট্যান্ডিং সার্ভিসেস মেডেল’ও দেওয়া হয়েছে। এবার ‘চিফ মিনিস্টারস মেডেল’ পেয়েছেন আইপিএস গৌরব শর্মা ও অখিলেশকুমার চতুর্বেদী। এই তিনটি বিভাগে মোট ৯ জন পুরস্কৃত হয়েছেন। সুসজ্জিত নানা ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেয়৷ তথ্যসংস্কৃতি, খাদ্য, ক্রীড়া ও যুবকল্যাণ, সমাজ ও শিশুকল্যাণ ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ট্যাবলো অনুষ্ঠানে অংশ নিয়েছে। ট্যাবলোর বিষয় ছিল ‘একতা এবং সম্প্রীতি’। ছিলেন চলচ্চিত্র ও সংস্কৃতি–জগতের বিশিষ্টরা। স্কুলকলেজের পড়ুয়ারা ছাড়াও রাজ্য ও কলকাতা পুলিসও কুচকাওয়াজে ছিল। ছিল সদ্যগঠিত মহিলা পুলিশের বিশেষ দল ‘উইনার্স স্কোয়াড’।
Be the first to comment