ছবি ও ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
ঈদ উপলক্ষে কলকাতার রেডরোডে বুধবার সকালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা। পাশাপাশি এদিন মমতা অভিযোগ করেন সদ্যসমাপ্ত লোকসভা ভোটে ইভিএম লুঠ হয়েছে। এজন্য তিনি নাম না করে বিজেপিকে দায়ি করেন। সবকিছু ভগবানের ইচ্ছা বলেও মন্তব্য করেন মমতা।
বুধবার খুশীর ঈদ। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কলকাতার রেড রোডে নমাজ পড়ার আয়োজন করা হয়েছিলো। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজের ভাষণে তিনি ইভিএম ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেন। বলেন, ভয়ের কোনও কারণ নেই। যত তাড়াতাড়ি ইভিএম লুঠ করেছে তত তাড়াতাড়ি (বিজেপি) চলেও যাবে।
উল্লেখ্য, এদিন রেড রোডে ঈদের নমাজে প্রচুর মানুষের সমাগম হয়েছিলো। মমতা সেখানে রাজ্যের সম্প্রীতি ও পরম্পরার কথা মনে করিয়ে দিয়ে বলেন, বাংলার মাটি সবার জন্য। সবাই আমরা এক। হিন্দু-মুসলিম-শিখ সবাই ভাইয়ের মতো থাকুন। ত্যাগের নাম হিন্দু, ইমানের নাম মুসলমান, এটাই আমাদের হিন্দুস্থান। এই ভারতকে আমরা রক্ষা করব। মমতা সেখানে উপস্থিত সবাইকে ইদের শুভেচ্ছাও জানান।
এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
দেখুন ছবি-
Be the first to comment