নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনায় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আরও একবার রিপোর্ট জমা দিল কমিশনে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোথায় খামতি, তা জানতে চেয়ে রিপোর্ট দিতে বলা হয়েছিল। সেই রিপোর্টই কমিশনে এ দিন জমা করেন মুখ্যসচিব।
এর আগে গত ১৩ মার্চ এই ঘটনায় কমিশনের কাছে রিপোর্ট জমা দেন মুখ্যসচিব। নবান্ন সূত্রের খবর, যে রিপোর্ট মুখ্যসচিব জমা দিয়েছে সেখানে লেখা আছে, হঠাৎ দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে। প্রচুর মানুষের ভিড় ছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
কিন্তু রিপোর্টে কোথাও স্পষ্ট উল্লেখ নেই, কী কারণে দরজা বন্ধ হল। কেউ দরজায় ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কি না সেই সংক্রান্ত তথ্যও নেই। রিপোর্টে উল্লেখ রয়েছে, রাস্তায় পিলার ছিল। শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কমিশনে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন।
কিন্তু সেই রিপোর্টে কমিশন সন্তুষ্ট হয় না। মুখ্যসচিবের কাছে দ্বিতীয়বার রিপোর্ট চাওয়া হয়। এ দিন সেই রিপোর্টই জমা দেন তিনি। এর আগে মমতার পায়ে আঘাত পাওয়ার ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যসচিব এবং ডিজিপির দীর্ঘক্ষণ আলোচনা হয়। এর আগে নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। অভিযোগ জানানো হয়েছে দিল্লিতেও।
Be the first to comment