নিজের বাড়ি ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।নন্দীগ্রামে প্রচারে গিয়ে গত বুধবার আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর সেখান থেকেই তাঁকে সরাসরি এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়৷ তারপর বিভিন্ন উদ্বেগের মুহূর্ত কাটিয়ে চারদিন বাদে নিজের বাড়ি ফিরলেন মমতা৷
চিকিৎসকরা জানান তাঁর পরিস্থিতি পর্যবেক্ষণের পরেই তাঁকে ছাড়া হয়েছে৷ তাঁর পায়ে শুক্রবার সকালে প্রাথমিক প্লাস্টার খুলে পরীক্ষা করার পর ফের নতুন প্লাস্টার করা হয়৷ তাঁর হেমাটোমার অবস্থা আগের থেকে ভালো হলেও তাঁকে একাধিক নিয়ম মেনে চলতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ তাঁকে হুইলচেয়ার কিম্বা ক্রাচ নিয়ে ঘোরার নির্দেশ দেওয়া হয়েছে৷
হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর গোড়ালির চোট এ দিন ফের একবার ভাল ভাবে পরীক্ষা করেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা৷ মুখ্যমন্ত্রীর পায়ের ফোলা- ব্য়থা এ দিন অনেকটাই কমেছে বলে খবর৷ হাসপাতাল থেকে ফিরলেও বেশ কয়েকদিন হুইলচেয়ারেই কাটাতে হবে মমতাকে৷ কীভাবে হুইলচেয়ার ব্যবহার করতে হবে, তা ভালভাবে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন চিকিৎসকরা৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য এবং দেহরক্ষীদের বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে কোনও ভাবে চাপ না পড়ে বা নতুন করে আঘাত না লাগে।
Be the first to comment