ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল

Spread the love

কলকাতার স্ট্র্যান্ড রোডের বহুতলে পূর্ব রেলের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগ ঠারেঠোরে মেনেই নিল রেল ৷ রেলমন্ত্রকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছেন মমতা ৷ তাঁর অভিযোগ, বিল্ডিং-এর ম্যাপ চাওয়া হলেও তা দেয়নি রেল দফতর ৷ ম্যাপ পাওয়া গেলে মৃত্যুর ঘটনা এড়ানো যেত বলে দাবি তাঁর ৷

ঘটনাস্থলে রেলের কোনও আধিকারিক ছিলেন না বলেও তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী ৷ ম্যাপ যে দেওয়া হয়নি, সেটা মেনে নিয়ে রেল জানিয়েছে, ম্যাপ সেই মুহূর্তে পাওয়া না-গেলেও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷

দমকলের রাতভর চেষ্টার পর সকালের দিকে নিয়ন্ত্রণে এসেছে স্ট্র্যান্ড রোডের বহুতলের আগুন ৷ যদিও আগুনের গ্রাসে চলে গিয়েছে তরতাজা 9টি প্রাণ ৷ আগুন নেভাতে বহুতলে ঢুকে মৃত্যু হয়েছে দুজন রেলকর্মী, চারজন দমকলকর্মী ও হেয়ার স্ট্রিট থানার এএসআই-এর । রেলের অসহযোগিতার জন্যই মর্মান্তিক এই মৃত্যু এড়ানো সম্ভব হয়নি বলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিল্ডিংয়ের ম্যাপ পেলে মৃত্যু এড়ানো যেত বলে রেলকে দুষেছেন তিনি ৷

মমতার অভিযোগ, রেল মন্ত্রকের কোনও আধিকারিক খবর পাওয়ার পরও ঘটনাস্থলে আসেননি ৷ তিনি বলেন, জায়গাটা রেলের ৷ তাই রেলের আধিকারিকদের উপর দায়িত্ব বর্তায় ৷ তাঁর আরও অভিযোগ, “দমকল দফতর থেকে বহুতলের ম্যাপ চাওয়া হয়েছিল ৷ কিন্তু রেলের তরফে কোনও সহযোগিতা করা হয়নি ৷ মুখ্যমন্ত্রীর দাবি, বিল্ডিংয়ের প্ল্যানটা কাছে থাকলে দমকলকর্মীদের সুবিধা হত ৷ তবে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চান না বলেও উল্লেখ করেন মমতা ৷

যদিও ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মনোজ যোশির দাবি, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷ যেখানে যেটা প্রয়োজন তা মেটানোর চেষ্টা করা হচ্ছে ৷ হতে পারে সঙ্গে সঙ্গে ম্যাপ দেওয়া সম্ভব হয়নি ৷ তবে বহুতলের বিষয়ে গাইড করার জন্য রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন ৷ রাজ্য সরকার তদন্ত করলে রেলের তরফে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার ৷ অগ্নিকাণ্ডের পর উদ্ধারকাজ ও অন্যান্য ক্ষেত্রে রাজ্যের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলা হচ্ছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েলও ৷

রেলের বহুতলে আগুন লাগার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা পুলিশ । ভারতীয় দণ্ডবিধি ৩০৪ এ অর্থাৎ গাফিলতির কারণে মৃত্যু ধারায় মামলা রুজু করল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, সংশ্লিষ্ট বহুতলে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না । ১২ তলায় ইলেকট্রনিক তারের কুণ্ডলী ছিল । তা আগুন ছড়াতে সাহায্য করে ।

পাশাপাশি ১৩ তলায় প্রচুর প্লাইউড ছিল । তার থেকেও আগুন আরও ছড়িয়ে পড়ে । পাশাপাশি দমকলের তরফে সংশ্লিষ্ট বহুতলের ম্যাপ চাওয়া হয় । কিন্তু সেই ম্যাপ দিতে পারেনি রেল । ফলে সব মিলিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে । আর সেই মতোই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*