জয় শ্রীরাম না বলায় নিগৃহীত মাদ্রাসার শিক্ষক, ফোন করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

মাসানুর রহমান,

মঙ্গলবার ক্যানিং থেকে শিয়ালদহের জন্য ট্রেন ধরেন মাদ্রাসা শিক্ষক মহম্মদ শাহরুখ হালদার। জানা যায় ট্রেনের মধ্যে কয়েকজন তাঁকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করেন। তার প্রতিবাদ করতেই শুরু হয় তার উপর আক্রমন ও মারধর। তবে শুধু মারধরই নয় পার্ক সার্কাস স্টেশনে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় মহম্মদ শাহরুখ হালদার রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।

এবিষয়ে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহম্মদ শাহরুখের সঙ্গে ফোনে কথা বলেন, খোঁজ-খবর নেন। মাদ্রাসা শিক্ষক শাহরুখকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ঘটনার পর বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, বিধানসভার অধিবেশনেও এই ঘটনার কথা উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*