মাসানুর রহমান –
আসুন বিশদে জানি
প্রকল্পঃ জল ধরো জল ভরো
এই প্রকল্পের মাধ্যমে এর মাধ্যমে একদিকে জল সংরক্ষণ যেমন করা হচ্ছে, তেমনই যারা পুকুর কাটছে সেই দিনমজুররাও কাজের মাধ্যমে মজুরি পাচ্ছেন। ২০১১-১২ অর্থবর্ষে জল ধরো জল ভরো অভিযানের সূচনা করা হয়। এই অভিযানের মূল উদ্দেশ্য জলের যথাযথ সংরক্ষণ করা। তার জন্য ট্যাঙ্ক, পুকুর, রিসারভার, খাল ইত্যাদি তৈরী করা। প্রাকৃতিক জলাশয়গুলির সংরক্ষণের পাশাপাশি, ওয়াটার ডিটেনশন সেন্টার কাঠামো তৈরী ও ট্যাংক এবং অন্যান্য জলাশয়ের পুনরায় খননের মাধ্যমে এই দপ্তর জলাশয় তৈরীর কাজও করছে। জল ধরে রাখার জন্য চেক বাঁধ, জল সংগ্রহের ট্যাংক, ভূপৃষ্ঠস্থ ছোটখাট সেচ প্রকল্প ইত্যাদি নির্মাণ করা হচ্ছে, যাতে পরে দরকার মত ওই জল সেচ ও বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা যায়।
১০০ দিনের কাজের অধীনে ট্যাঙ্ক ও বিভিন্ন জলাশয়ের খনন, পুনঃখননের কাজ করা হয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা কর্মসূচী চালু হয়েছে সারা রাজ্য জুড়ে। ২০১৮-১৯ অর্থবর্ষে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৩,৩৭০টি জলাশয় খনন করা হবে।
Be the first to comment