বিধানসভায় বাজেট অধিবেশনের রাজ্যপালের ভাষণের উপর ভাষণ ঘিরে তুমুল গোলমাল। বিজেপি বিধায়কদের হৈ-হট্টগোলে সোমবার উত্তপ্ত রাজ্য বিধানসভা। এদিন প্রথমে বলতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অপমান করেন। তার জেরে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দেন স্পিকার। শুভেন্দুর হয়ে স্পিকারের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর অভিযোগ, “রাজ্যপালকে দিয়ে মিথ্যা তথ্য দেওয়ানো হচ্ছে বিধানসভা।” রাজ্যপালের বক্তব্যে দুর্নীতি এবং সন্ত্রাসের প্রসঙ্গও ছিল না বলে দাবি বিরোধী দলনেতার। সেই সময় তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় বিমান বন্দ্যোপাধ্যায়ের। নিজের বক্তব্য শেষ না করেই অধ্যক্ষকে লক্ষ্য করে শুভেন্দু কুৎসিত অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। “স্পিকার হায় হায়” বলে চিৎকার করে ওয়াকআউট করে বিরোধীদল।
স্পিকার অভিযোগ করেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিরোধী দলনেতা। এরপরেই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার প্রস্তাব আনার কথা ঘোষণা করেন বিমান। রাজ্যপালের ভাষণ নিয়ে জবাবি বক্তব্য রাখতে উঠে শুরুতেই স্পিকারের কাছে বিরোধী দলনেতার আচরণের জন্য তাঁর হয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment