রাজনৈতিক সৌজন্য! রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আমের ঝুড়ি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী

Spread the love

সর্বদাই রাজনৈতিক সৌজন্য বজার রাখার বিষয়ে সুনাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক সংঘাত, বিবাদের মধ্যেই সৌজন্য দেখাতে কার্পণ্য করেন না তিনি। রাজ্যের বকেয়া, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত- এই সবের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলার বিখ্যাত আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী। আম পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও।

কী কী আম গেল মোদির জন্য?

বাংলার সব বিখ্যাত আম- হিমসাগর, ল্যাং ড়া, ফজলি ও লক্ষণভোগ বাক্সবন্দি করে মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। আম পাঠানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এর পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, সুপ্রিম কোর্টেক প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও আম-উপহার পাঠানো হয়েছে। তবে, প্রধানমন্ত্রীকে আম পাঠানোটা নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকেই এই পরম্পরা শুরু করেছেন মমতা। দিল্লির রেসিডেন্সিয়াল কমিশন সূত্রে খবর, প্রোটোকল মেনে এবারও আম গিয়েছে প্রধানমন্ত্রীর দফতরে।

একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া কয়েক হাজার কোটি টাকা। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে বাংলার সংঘাত চরমে। ওড়িশার রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়েও তরজা চলছে। রাজনৈতিক দূরত্ব থাকলেও সৌজন্যের খাতিয়ে উপহার পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, শুধু দিল্লিতেই নয়, প্রতি বছরের আম যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও। এবারেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আম পাঠিয়েছেন বংলার মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*