
রোজদিন ডেস্ক,কলকাতা:– বাংলা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। নবকার মহামন্ত্রদিবস উপলক্ষ্যে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিভাজনের রাজনীতি হবে না বলেও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘দুর্গাপুজোয় গেলে ইফতারে কেন যাব না?’। মমতার কথায় এদিন শোনা যায় ঐক্যের বার্তা। এক বিশ্ব, এক মন্ত্র, সকলে শান্তির জন্য এক। সংখ্যালঘুদের রাজনৈতিক উসকানিতে পা না দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘একতার জন্য লড়াই করুন। একতার জন্য হাঁটুন। একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব। যারা সবাইকে ভালোবাসে, তাকে সবাই ভালোবাসে।’
পাশাপাশি এদিন ওয়াকফ সংশোধনী আইন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।’ আশ্বস্ত করে বলেন, ‘দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত।’ ‘কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে আপনাদের। দিদি আপনাদের রক্ষা করবে। নিজে বাঁচো, সবাইকে বাঁচতে দাও’।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির সইয়ের পর তা এখন আইনে পরিণত হয়েছে। এই আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে জঙ্গিপুর। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।এমন পরিস্থিতিতে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নভকর মহামন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, ‘সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। দিদি আপনাকে এবং আপনাদের সম্পত্তি রক্ষা করবে।’ সাম্প্রদায়িক সম্প্রতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী করে না।’ একই সঙ্গে সবাইকে শান্তিতে থাকার বার্তাও দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘জিও অউর জিনে দো অর্থাৎ বাঁচুন ও বাঁচতে দিন।’
Be the first to comment