অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটলো স্টুডিও পাড়ায়। শুক্রবার থেকে কোভিড বিধি মেনে শুরু হল বন্ধ হয়ে যাওয়া কুড়িটি বাংলা ধারাবাহিকের শ্যুটিং। জানা যাচ্ছে, ফেডারেশনের সঙ্গে যুক্ত টেকনিশিয়ানদের নিয়েই শ্যুটিং শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কোভিড বিধি মেনে ভ্যাকসিন করিয়ে তবেই কলাকুশলীদের শ্যুটিংয়ে ডাকা হয়েছে।
তবে শুক্রবার প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, আকাশবাণী সংবাদে জানান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হয়ে যাওয়া কুড়িটি সিরিয়ালের শুটিং শুরু হয়েছে শুক্রবার থেকেই। বাকি সমস্যাগুলি নিয়ে আবার বৈঠক হবে চলতি মাসের ২৪ তারিখে।
উল্লেখ্য, গত ১৪ জুনই ৫০ জনকে নিয়ে কোভিড বিধি মেনে ইনডোর ও আউটডোর শ্যুটিং শুরুর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তবে তারপরেও আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের দ্বৈরথে শ্যুটিং শুরু নিয়ে নানা সমস্যা দেখা দেয়। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের অভিযোগ ছিল, টেকনিশিয়ানদের ফোন করে কাজে না আসার হুমকি দিচ্ছে ফেডারেশন, তাই টেকনিশিয়ানরা কাজে যোগ দিতে পারছেন না। তবে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, শুক্রবার থেকে কোনওভাবেই শুটিং বন্ধ রাখা যাবে না। সেইমতোই আজ থেকে পুরোদমে সমস্ত ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে।
Be the first to comment