নেতাজি ইনডোর থেকে বিধানসভা নির্বাচনে কর্মীদের টার্গেট বেঁধে দিলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নেতাজি ইনডোরে তৃণমূলের সংগঠনিক কর্মীসভা থেকে ২৬শের বিধানসভা নির্বাচনে আসন সংখ্যার টার্গেট বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বার্তা, ‘আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এবার বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।’’
‘আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে’, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সমাবেশে এমনই মন্তব্য করলেন  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৬-এ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ঘর গোছাতে উদ্যোগী হয়েছে ঘাসফুল শিবির। সেই লক্ষ্যে এদিন ইন্ডোর স্টেডিয়ামে দলের সমাবেশের ডাক দেওয়া হয়। সেখানে বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি দলের সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের আগামীর দিক নির্দেশিকাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেছেন, ‘আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। ২১৫টা আসনের কম কোনওমতেই নয়। এবার বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।’
অন্যদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২১৫টির বেশি আসন আমাদের পেতে হবে। এক ছটাক জমিও কাউকে ছাড়া যাবে না।’ সেই কথার প্রতিধ্বনি শোনা যায় মমতার বক্তব্যেও। তিনি বলেন, ‘অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে।’
সেই সঙ্গে মমতার অভিযোগ, বাংলায় ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিত করতে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। কমিটিতে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বকে।
নেতাদের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘২০২৬ সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। জেলা সভাপতিদের বলব, বুথস্তরের  কর্মীদের মাঠে নামান। প্রয়োজনে নির্বাচন কমিশনের দপ্তরে ধর্না দেব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*