আমরা সবাই মমতার পাশে আছি; কলকাতায় এসে বার্তা শাবানা আজমির

Spread the love

কিছুদিন আগেই দিল্লি সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি দেখা করেছিলেন বলিউডের গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। তখন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করার পর ২০২৪-এ দেশে পরিবর্তন আসবেই বলে দৃঢ়প্রত্যয়ী ছিলেন নরেন্দ্র মোদি বিরোধী হিসাবে খ্যাত এই সেলিব্রিটি দম্পতি।

এবার কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী শাবানা আজমি। বাইপাস সংলগ্ন অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন শাবানা। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি বলেন, ”মমতা যা করছেন,তার জন্য সকলের ওঁর পাশে দাঁড়ানো উচিত। দিদি অনেক বড় পদক্ষেপ করেছেন। আমরা সবাই ওঁর পাশে আছি। এটা দেশের ব্যাপার। কোনও রাজনৈতিক দলের নয়।”

উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি সফরের সময় জাভেদ আখতার এবং শাবানা আজমির সঙ্গে সাক্ষাৎ হয় তৃণমূল সুপ্রিমোর। তখন জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল, মমতার নেতৃত্বেই কি ২০২৪-এ কেন্দ্রে পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেছিলেন, “কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশে পরিবর্তন আসাটাই আসল ব্যাপার। দেশের সার্বিক পরিস্থিতি বদলাতে হবে। আমার মনে হয়, ২০২৪-এ পরিবর্তন আসা দরকার। এবং ২০২৪-এ পরিবর্তন আসবেই। দেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও উন্নতি হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*