আমি শুধু ভোটের সময় আসি না। যারা ভাগাভাগির কথা বলে আমি তাদের দলে পড়ি না। ডান্ডা-গুন্ডা নিয়ে দেশের নেতা হওয়া যায় না।” গতকাল শিলিগুড়িতে হিন্দিভাষী পরিষদের সভায় BJP-কে আক্রমণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাড়োয়ারি ও বিহারি সমাজের সদস্যদের সভায় গতকাল আগাগোড়া BJP-কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ইসলামপুর হোক বা অন্য কোথাও, বাইরে থেকে গুন্ডা এনে গুন্ডামি করে এরা। ভাগাভাগি করে।
হিন্দিভাষীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “এ রাজ্যে আপনারা নিরাপদ। এখানে এনকাউন্টার হয় না। কাউকে পিটিয়ে মারা হয় না। দিন কয়েক আগে অ্যাপলের এক কর্তাকে মারা হল। এসব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থানে হয়। বাংলায় নয়।”
তিনি যে ভোট চাইতে ওই সভায় আসেননি, সেকথা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি ভোট চাইতে এখানে আসিনি। যিনি ভোট দেবেন, মন থেকে ভালোবেসে দেবেন। আমরা ভিক্ষা চাই না। আমি সম্মানের সাথে কাজ করি।” BJP-কে আক্রমণ করে তিনি বলেন, BJP সরকার দেশকে ভাগের চক্রান্ত করছে। আমি সেসব চাই না। আমি চাই সবাই একসাথে মিলেমিশে থাকুক। বাংলায় কি কারও উপর কোনও হিংসার প্রভাব পড়েছে? ভোটের সময় এলেই ওরা ভাগাভাগির কথা বলে। হিন্দিভাষী বলে আপনাদের BJP-কে ভোট দিতে বলে। ভোটের সময় কেন ভাগাভাগি হবে? ৩৬৫ দিন তৃণমূলের সাথে থাকবে। বাংলায় থাকবে। আর ভোটের সময় দিল্লির পার্টি জিতবে। কেন? কী দিয়েছে আপনাদের? কেন জিতবে? নোটবন্দী ছাড়া কিছু দেয়নি ওরা।
কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, “কেউ ভয়ে কথা বলতে পারে না। কেউ কথা বললেই পিছনে CBI, ED লাগিয়ে দেয়। আমি বলি তোমরা যা খুশি করো। আমি জেলে যেতে প্রস্তুত। কিন্তু, কথা বলা বন্ধ করব না।”
Be the first to comment