শীতলকুচি কাণ্ডে এবার CID তদন্তের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক ডাকেন মমতা। তিনি বলেন, ‘আমি CID তদন্ত করে দেখব। এখন নির্বাচন চলছে তাই সম্ভব হবে না। কিন্তু, ভোট মিটতে আমি চাই CID তদন্ত করে দেখুক। পরিকল্পনা করে সবটা হয়েছে।’
এদিনের সাংবাদিক বৈঠক থেকে আগাগোড়াই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনায় নিশানা করেন। মমতার অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকারের প্ররোচনাতেই এতগুলো সাধারণ ভোটারকে খুন করা হয়েছে।’ একইসঙ্গে এদিন মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের পদত্যাগ দাবি করেছেন মমতা।
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শাহকে চক্রান্তকারী হিসেবেও অভিহিত করেন। কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে ষড়যন্ত্রের জাল বুনছেন অমিত শাহ। ফলে ভোটারদের গুলি করে মেরে ফেলা হয়েছে। আর এ প্রসঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন তিনি।
তবে আত্মরক্ষার জন্যই শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয় বলে ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচন কমিশন। কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরার পরামর্শ না দিলে, মানুষ উত্তেজিত হতেন না বলেও মন্তব্য করে বিজেপি।
মমতা এদিন জানান, রবিবার সকালেই শীতলকুচির ঘটনাস্থলে পৌঁছবেন তিনি। শনিবার থেকেই সমস্ত জেলার সমস্ত ব্লকে ব্লকে কালো ব্যাজ করে ঘটনার প্রতিবাদ করবে তৃণমূল।
Be the first to comment