নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ‘হৃদয়বিদারক’ বলে কেন্দ্রকে একহাত নিলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জন মহাকুম্ভের পুণ্যার্থীর। এই ঘটনায় নয়াদিল্লি স্টেশনের পরিকাঠামো নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে রাজনৈতিক মহল। এই মর্মান্তিক ঘটনায় মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের পদপিষ্টের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন মমতা। সেই সঙ্গে তিনি স্টেশনের পরিকাঠামোর বিষয়ে একহাত নিয়েছেন কেন্দ্রকে।

রবিবার দুপুরে তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে লিখেছেন, এই মর্মান্তিক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল নাগরিকদের সুরক্ষার স্বার্থে সঠিক পরিকল্পনা কতটা জরুরি। সমাজমাধ্যমে মমতা লিখেছেন, ‘‘দিল্লিতে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর খবর হৃদয়বিদারক। এই ঘটনা আরও বেশি করে মনে করিয়ে দিল, নাগরিকদের সুরক্ষার প্রশ্নে সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কতটা জরুরি। যাঁরা মহাকুম্ভে যাচ্ছেন, তাঁদের আরও উন্নত পরিষেবা পাওয়া উচিত। এই ধরনের যাত্রা যাতে নিরাপদে এবং সুসংহত ভাবে হয়, তা নিশ্চিত করতে হবে। মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’
শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, রেলের পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, দিল্লির সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সহ অনেকেই। আরজেডি নেতা লালু প্রসাদ যাদব জানিয়েছেন, এই ঘটনার দায় নেওয়া উচিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে বিজেপিকে এক হাত নিয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। শনিবারের ঘটনা নিয়ে কেন্দ্রে মোদি এবং উত্তরপ্রদেশে যোগী সরকারকে তুলোধনা করে সাগরিকা বলেছেন, ‘‘কুম্ভের ভিড় নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ মোদি সরকার। এই ধরনের ঘটনার দায় এড়িয়ে এরা শুধু তথ্য লোকানোর চেষ্টা করে। শুধু সরকারের অদক্ষতার জন্য এত মানুষ প্রাণ হারাচ্ছেন।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*