ফাইল ছবি,
বুধবার লোকসভায় পাশ হলো চিটফান্ড বিল। সংসদে এদিন চিটফান্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর অধীরের বক্তব্যকে হাততালি দিয়ে সমর্থন জানান কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। আর এই ঘটনার পরই অত্যন্ত ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কোনওরকম সম্পর্কে যেতে রাজি নয় বলে সোনিয়া গান্ধীকে জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকী দলের নেতা-নেত্রীদেরও তিনি জানিয়ে দেন কংগ্রেসের সঙ্গে কোনও যোগাযোগ নয়।
তবে এমন ঘটনার পরই ড্যামেজ কন্ট্রোলে নামেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। এদিন সংসদের সেন্ট্রাল হলে একান্তে তৃণমূল নেত্রী মমতার সঙ্গে দেখা করেন সোনিয়া। জানা গিয়েছে, সেখানেই মমতাকে সন্ধির বার্তা দেন তিনি। সোনিয়া বলেন, যতই মতবিরোধ থাকুক, একে অপরকে দোষারপ করি কিন্তু দিনের শেষে আমরা সকলেই এক।
Be the first to comment