৮ তারিখ পর্যন্ত ধর্ণা মঞ্চে মাইক ব্যবহার করা হবে। শান্তিপূর্ণ মিটিং, মিছিল হবে। তারপর পরীক্ষা, তাই সত্যাগ্রহ চলবে। ধর্ণা মঞ্চ থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের ধর্ণা মঞ্চে উপস্থিত আছেন কবি জয় গোস্বামী, শিবাজি চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, পর্ণাভ সহ বিশিষ্টরা। জয় গোস্বামী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে একজন সাধারন নাগরিক হিসাবে এসেছি। মমতাকে জননেত্রী বলেও অভিহিত করলেন তিনি। ভারত বিভাজনের চেষ্টার বিরুদ্ধে মমতার আন্দোলনকে সমর্থন করে এই সত্যাগ্রহ আন্দোলন।
মমতা বলেন, আলাদা আলাদা লড়াই নয়। একসঙ্গে লড়াই করতে হবে। বিজেপি বিরোধিতা করা মানেই এজেন্সির ভয় দেখানো হচ্ছে। আমি এখানে থাকলেও সরকারি কাজ-কর্ম বন্ধ হবে না। কর্মযজ্ঞ হোক, আন্দোলন চলুক।
ধর্ণা মঞ্চে আছেন শিক্ষাবিদ অভিক মজুমদার। তিনি বলেন, এই লড়াই মানুষের গণতন্ত্রের লড়াই। আমাদের সকলের হয়ে লড়াইয়ের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে স্বয়ং একা দাঁড়িয়েছেন তিনি। ভীতির সামনে সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তিনি। মমতার মতো নেত্রী শুধু ভারতে নয়, সারা বিশ্বে বিরল।
Be the first to comment