নন্দীগ্রামে জিতেছেন। জিতেছেন গোটা বাংলার মন। ভোটের যুদ্ধে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আজ, রবিবার হুইলচেয়ারও ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের পায়ে হেঁটেই এলেন দলীয় কার্যালয়ে। বার্তা দিলেন, বাংলাই পারে। এই জয় বাংলার জয়। পাশাপাশি করোনার চোখ রাঙানিকে উপেক্ষা না করে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, এই সময় কোণও বিজয় মিছিল নয়। সবাই মিলে করোনাকে মোকাবিলা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে মাস্ক পরুন ৷ আমাদের প্রায়োরিটি এখন করোনা বিধি মেনে চলা ৷ কোভিডে অনেকে আক্রান্ত ৷ তাই এখনই বিজয় মিছিল নয় ৷ বিজয় মিছিল নিয়ে সাংবাদিক বৈঠকে জানাব ৷
উল্লেখ্য, নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পাওয়ার পরে এই হুইলচেয়ারই ছিল তাঁর অষ্টপ্রহরের সঙ্গী। নন্দীগ্রামের ভোটের দিন এই হুইলচেয়ারে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় দুই ঘণ্টা ধর্না দিয়েছিলেন বয়ালের ভোট কেন্দ্রে।
Be the first to comment