মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীকে দেখতে আসেন প্রধান বিচারপতি টি ভি রাধাকৃষ্ণান।
এসএসকেএমের উডবার্ন ব্লকে ভর্তি মুখ্যমন্ত্রী। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে স্ক্যানের পর তাঁকে ফের এসএসকেএমে আনা হয়। আপাতত ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসায় তৈরি ৮ সদস্যের মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁর দেখভাল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে চোট লেগেছে। শরীরের একাধিক অংশেও আঘাত লাগে। তবে হাড় ভাঙেনি। পেশির চোটেই কাবু মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাঁর প্রয়োজনীয় সবরকম স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ব্যথা কমানোর ওষুধ তাঁকে দেওয়া হয়েছে। আপাতত দিন দুয়েক তাঁর হাসপাতালেই থাকার কথা।
Be the first to comment