
রোজদিন ডেস্ক, কলকাতা:- ব্রিটেনের শিল্পমহলের সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টায় হয় বৈঠক। উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রথম সারির শিল্পপতিদের অনেকেই। রাজ্যে ব্রিটিশ বিনিয়োগ টানতে শিল্প সম্মেলনে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ব্রিটিশ এয়ারওয়েজের কাছে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু করার আর্জি মমতার। মমতা বলেন, “ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। ১৯০ বছর শাসন করেছেন। কলকাতা থেকে লন্ডনের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল। ১৮ ঘণ্টা লাগে এই দূরত্ব যেতে। তাই ব্রিটিশ এয়ারওয়েজের কাছে অনুরোধ, তারা যেন সরাসরি কলকাতা-লন্ডন বিমান চালু করেন।” জ্বালানির উপর কর মকুবেরও প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী।
শিল্পপতি থেকে পড়ুয়ারা সকলেই সরাসরি বিমান চান বলে মন্তব্য করেন মমতা। মুখ্যমন্ত্রীর আশ্বাস, কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালু হলে একটিও সিট খালি থাকবে না। বাংলা থেকে পড়ুয়া, শিল্পপতিরা লন্ডনে আসেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর তাই সরাসরি বিমান চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন মমতা। অন্ডালে গ্রিন বিমানবন্দর চালু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
বাংলায় ২ হাজার ৮০০ তথ্যপ্রযুক্তি কোম্পানি রয়েছে বলে উল্লেখ মমতার। বাংলায় ৬টি শিল্প করিডর হবে। দেউচা পাঁচামিতে প্রচুর কর্মসংস্থান হবে। উৎপাদন শিল্পেও বাংলা এক নম্বরে বলে জানান মমতা। বিলেতের মাটিতে দাঁড়িয়েও পূর্বতন বাম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। পূর্বতন সরকারের জন্য বাংলা গরিমা হারিয়েছে বলে মন্তব্য মমতার। তবে তাঁর জমানায় সেই গরিমা পুনরুদ্ধার হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
বাংলায় ৪৬ শতাংশ বেকারত্ব কমেছে বলে দাবি মমতার। জমি সমস্যা মিটে গিয়েছে, বাংলায় বিনিয়োগ করলে লাভবান হবেন, শিল্পপতিদের এমনই বার্তা মমতার। বাংলায় উদ্যোগপতিদের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে বলে দাবি মমতার। পর্যটন শিল্পেও বাংলা এগিয়ে বলে দাবি করেন মমতা। তিনি বলেন, “বাংলাকে দয়া করে ভুলে যাবেন না। বাংলা ও ব্রিটেনের মধ্যে কোনও দেওয়াল নেই। বাধা নেই।”
Be the first to comment