মন্ত্রীত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়ে জোর জল্পনা। মন্ত্রীত্ব ছাড়লেও তিনি তৃণমূলেই থাকবেন নাকি বিজেপির দিকে পা বাড়াবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে। এই অবস্থায় শুভেন্দু একের পর এক পদ ছাড়তেই কালীঘাটে তাঁর নিজস্ব বাসভবনে জরুরি বৈঠকে বসেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বৈঠক চলাকালীনই ভাই শুভেন্দুর অভিমান ভাঙানোর চেষ্টা করেন দিদি।
জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। তবে কি কারণে মন্ত্রীত্ব ত্যাগ করলেন তিনি তা জানার জানার চেষ্টা করেন। একই সঙ্গে তাঁর ক্ষোভের কারণও জানার চেষ্টা করেন তৃণমূল নেত্রী। দুজনের মধ্যে প্রায় কিছুক্ষণ কথা হয় বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, শুভেন্দুর মন্ত্রীত্ব থেকে পদত্যাগের পরেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। ছিলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের মতো শীর্ষ নেতৃত্বরা। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় সহ আরও কিছু মন্ত্রীকে জরুরি ওই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জানা যাচ্ছে, জরুরি এই বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে শুভেন্দু অধিকারী নিয়েই আলোচনা হয়। মূলত কি কারণে শুভেন্দুর ক্ষোভ তা জানার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment