সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই। এটা আমাদের নৈতিক জয়। বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই রায়ে পুলিশের মনোবল আরও বাড়বে। ওঁরা কোনও আলোচনাই করেনি। এই লড়াই শুধুই রাজীবের নয়। কোটি কোটি মানুষের লড়াই। এটা গণতন্ত্রের জয়, মানুষের জয়, সেভ ইন্ডিয়ার জয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আরও বলেন, সবার উপর অত্যাচার করছে কেন্দ্র। রাজ্যের আইনশৃঙ্খলায়ও নাক গলাচ্ছে৷ রাজীবের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছিলো ৷ অভিযোগে আমল দেয়নি আদালত। সিবিআইকে ৫ বার চিঠি দেয় রাজীব। আলোচনা চেয়েই চিঠি দেন রাজীব। সিবিআই কোনও আলোচনা করেনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, সিঙ্গুরের সময় ২৬ দিন টানা আমি অনশন করেছিলাম। আমি ১৯৯৫-তে ২১ দিন ধরনা করেছিলাম। তখন নরসিমহা রাওজি (পি ভি নরসিমহা রাও) প্রধানমন্ত্রী ছিলেন। উনি আমাকে ফোন করে সমঝোতায় আসেন। যারা আমাকে সমর্থন করেছে তাদের সকলকে ধন্যবাদ। ২০১৯-এ মোদীর হার নিশ্চিত। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে মোদী।
Be the first to comment