তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁকে স্বাগত জানান ডিএমকে সভাপতি করুণানিধি-পুত্র স্ট্যালিন। বুধবার চেন্নাইয়ে করুণানিধির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন পুদুচেরির কংগ্রেসি মুখ্যমন্ত্রী, ভি নারায়ণস্বামী।
প্রসঙ্গত, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই যাওয়ার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওরা (কেন্দ্র) সব দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারত। প্রয়োজনে কাশ্মীরে এই বৈঠক করলে আমরা যেতে পারতাম। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে পারতাম। কাশ্মীরের মানুষের আস্থা অর্জন করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ ভাবে বিল পাশ করানো একেবারেই অগণতান্ত্রিক। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।’’
Be the first to comment