পুজোর মধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক পুজোর মধ্যেই নেওয়া হবে। ১০ হাজার ৫০০ পার্শ্ব প্রাইমারি টিচার পুজোর মধ্যেই নেওয়া হবে। ৭ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক মার্চের মধ্যে নিয়োগ করা হবে। সবমিলিয়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দেন, এ ক্ষেত্রে মেধাই আসল পরিচয় হবে। কারোর কাছে কোনও লবি করা চলবে না।’ আদালতে এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল।
মমতা বন্দ্য়োপাধ্যায় আজ জানিয়েছেন, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পুজোর মধ্যেই মোট সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর পর আগামী মার্চ মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক পদে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা যে চাকরিপ্রার্থীদের মুখে বড় হাসি ফোটাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী মার্চ মাসের মধ্যে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে। মমতার সাফ কথা, চাকরিপ্রার্থীদের মেধাই হবে তাঁদের পরিচয়। এই বিষয়টি নিয়ে কারোর কাছে কোনও লবি করার প্রয়োজন নেই। তাঁদের মেধাই তাঁদের সবচেয়ে বড় পরিচয় হবে।
দিনকয়েক আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছিল, সোমবার (২১ জুন) আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে। বিকেলে তালিকা প্রকাশের আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, পুজোর আগেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ফেলবে রাজ্য সরকার। সেইসঙ্গে প্রাথমিক শিক্ষকদেরও নিয়োগ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment