তিস্তা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

তিস্তার জল নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার জল বাংলাদেশকে দিতে না পারার বিষয়টি আবারও হাবেভাবে বুঝিয়ে দিলেন তিনি। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিস্তার জল দিতে পারিনি বলে বাংলাদেশ আমাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছিলো। তিস্তার জল নিয়ে ওদের দুঃখ আছে। এরপরই বাংলাদেশকে ‘বন্ধু দেশ’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, পারলে নিশ্চয় দিতাম।

উল্লেখ্য, তিস্তার জল নিয়ে বিতর্ক কম হয়নি। ইউপিএ জমানা থেকে শুরু হওয়া তিস্তার জলবণ্টন ইস্যু পৌঁছেছে এনডিএ জমানাতেও। বেশ কয়েক দফায় দিল্লি এবং ঢাকা বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। প্রতিবারই আলোচনা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় সিদ্ধান্তে সমাধান সূত্র বেরোয়নি।

মনমোহন থেকে মোদী প্রত্যেকের আমলেই তিস্তার জলবণ্টন কাঁটার মতো হয়ে রয়েছে। শুধুমাত্র মমতার আপত্তির কারণেই এটি এখনও সম্ভব হচ্ছে না। মঙ্গলবার বিধানসভায় মৎস্য দফতর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এই তিস্তা নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন মমতা। তিস্তার জল যে কোনওভাবেই বাংলাদেশকে দেওয়া সম্ভব নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*