বিহারে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট থাকলেও পশ্চিমবঙ্গে সেই পথে হাঁটতে চান না তেজস্বী যাদব বরং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চান ৷ তাই তৃণমূল কংগ্রেসকেই পূর্ণশক্তি দিয়ে সমর্থনের কথা বললেন রাষ্ট্রীয় জনতা দলের এই নেতা ৷
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ সেখানে তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয় ৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী জানান, বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট শুধু বিহারে ৷ কিন্তু বাংলায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই পূর্ণশক্তি দিয়ে সমর্থন করবেন ৷
বিজেপিকে এবার বাংলার বিধানসভা ভোটে হারাতেই তিনি এই পদক্ষেপ করছেন বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন লালু-পুত্র ৷ কড়া ভাষায় বিজেপির নিন্দা করেছেন ৷ বলেছেন, ‘‘বিজেপি শুধু মানুষকে ঠকিয়েছে ৷’’ বাংলার উন্নয়নে বিজেপি রাজ্য ও কেন্দ্রে একই দলের সরকার চাইছে ৷ গেরুয়া শিবিরের ভাষায় এটা হল ‘ডাবল ইঞ্জিন’ সরকার ৷ এদিন সেই প্রসঙ্গ তুলেও বিজেপির সমালোচনা করেছেন তেজস্বী ৷ বলেছেন, ‘‘বিহারে ডাবল ইঞ্জিন সরকার ঠকিয়েছে৷ বিহারের জন্য কোনও কাজ হয়নি ৷’’
তাঁর মতে, দেশকে ভেঙে ফেলার শক্তিকে রুখতে হবে ৷ দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে ৷ তাই তিনি বাংলার নির্বাচনে যেভাবে প্রয়োজন, সেই ভাবেই তৃণমূল নেত্রীকে সাহায্য করতে চান ৷ একই সঙ্গে করোনার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি ৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও তেজস্বী যাদবকে অভিনন্দন জানান ৷ বিহারের নির্বাচনে তেজস্বীর দলের জেতার কথা ছিল বলেও তিনি দাবি করেন ৷ তাঁর অভিযোগ, বিজেপির চক্রান্তে আরজেডি বিহারে হেরেছে ৷ তবে তাঁর বিশ্বাস যে খুব শীঘ্রই বিহারে আরজেডির সরকার তৈরি হবে ৷ একই সঙ্গে আরজেডি-র প্রতিষ্ঠাতা তথা তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদবকে জোর করে জেলে আটকে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷
এদিন বিকেল ৪টে নাগাদ নবান্নে এসে পৌঁছন তেজস্বী। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে চার আসনে প্রার্থী দিতে পারে RJD। এই চার আসনের সমীকরণ নিয়ে তৃণমূলের সঙ্গে তাদের সমঝোতার কথাও উঠে আসছে। সেই কারণেই মমতার সঙ্গে লালুপুত্রের সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে।
Be the first to comment