নবান্নে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-তেজস্বী যাদব। বৈঠক শেষে তেজস্বী বলেন, আমাদের দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমাদের যতটা সমর্থন রয়েছে, তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। আমাদের প্রথম উদ্দেশ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানো। দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। দেশের লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। করোনার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা প্রশংসনীয়। আমাদের যতটুকু ক্ষমতা আছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তেজস্বী যুবনেতা। বিহারে ষড়যন্ত্র করে তেজস্বীদের হারানো হয়েছে। আগামী দিনে তেজস্বীরা বিহারে সরকার গঠন করবে। মিডিয়া যে ফোবিয়া তৈরির যতই চেষ্টা হোক, দেখা যাবে কিছুই পাবে না।
Be the first to comment