ভাবতেই পারিনি বাড়িতে ফিরতে পারব, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো পড়ুয়ারা

Spread the love

অবশেষে স্বস্তি। লকডাউনের প্রায় ৪০ দিনের মাথায় রাজস্থানের কোটায় আটকে পড়া ২২৮ জন ছাত্র ফিরল মালদহে। রাজ্য সরকারের উদ্যোগে ১১ টি বাসে ওই ছাত্র এবং তাদের অভিভাবকদের ফিরিয়ে আনা হয় বাংলায়। পড়ুয়ারা ছাড়াও ছিলেন বেশ কয়েকজন অভিভাবক। শনিবার ভোররাতে বিশেষ বাসগুলি মালদহ শহরে এসে পৌঁছয়। এজন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন মালদহ গৌড় কন্যা বাস টার্মিনাসে আগে থেকেই ছিলেন প্রশাসনের কর্তারা।

রাজস্থান ফেরত প্রত্যেকের থার্মাল স্ক্রীনিং এবং লালারসের নমুনা সংগ্রহ করা হয়। এরপর প্রত্যেকের বিস্তারিত তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসন । আপাতত প্রত্যেককেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। কোটা ফেরত পড়ুয়া এবং অভিভাবকেরা যাতে সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন এজন্য বাস টার্মিনাসে একাধিক কাউন্টার খোলা হয়। সেখান থেকেই জেলার দূর-দূরান্তের পড়ুয়া এবং অভিভাবকদের সরকারি উদ্যোগে গাড়িতে করে ফের বিভিন্ন এলাকায় পৌঁছনোর ব্যবস্থা করা হয় ।

অনেক অভিভাবকেরা আবার নিজেরাই এসে পড়ুয়াদের সঙ্গে করে বাড়ি নিয়ে যান। বলাবাহুল্য, লকডাউনের মধ্যে রাজস্থানের কোটায় মালদহের এইসব পড়ুয়ারা আটকে পড়েছিলেন। কয়েকজন অভিভাবকেরাও ছিলেন ওই পড়ুয়াদের সঙ্গে। তাঁদের সুষ্ঠুভাবে ফেরানোর জন্য আগে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তারপর থেকে শুরু হয় প্রশাসনের মধ্যে তৎপরতা শুক্রবার রাত থেকেই ওইসব পড়ুয়াদের ফেরার অপেক্ষায় রাত থেকেই মালদহের সেন্ট্রাল বাস টার্মিনালে ভিড় জমিয়েছিলেন অনেক অভিভাবক। নিরাপদে সকলে সুদূর রাজস্থান থেকে মালদহে ফিরতে পারায় মুখ্যমন্ত্রী ও সরকারি উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই । কোটা থেকে মালদহে ফিরতে প্রায় তিন দিন সময় লেগেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এদিন মালদহে ফিরেই বেশকিছু পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা বলেন, আমরা ভাবতেই পারিনি যে লকডাউন পরিস্থিতির মধ্যে নিজেদের বাড়িতে ফিরতে পারব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যেভাবে তৎপরতার সঙ্গে আমাদের ভিনরাজ্য থেকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন তার জন্য বারবার ধন্যবাদ জানিয়েছি । তিন দিন ধরে সড়কপথে সরকারি বাসে করে আমরা নিজেদের বাড়িতে ফিরতে পেরেছি।

মালদহে ফেরার পর জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সমস্ত রকম শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রত্যেককেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ মতো কোটা থেকে মালদহের পড়ুয়ারা ফিরেছে। তাদের সমস্ত রকম শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*