আজ বাঁকুড়া ও ঝাড়গ্রামের তৃণমূল নেতাদের সাথে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এদিন জেলার বিভিন্ন নেতৃত্বদের বিশেষ দলীয় পরামর্শ দেন তৃণমূল নেত্রী। সকলের উদ্দেশ্যে তিনি বলেন ‘‘কাকে ভয় পাচ্ছেন?’’ বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর বার্তা দিয়ে তৃণমূল নেত্রীর মন্তব্য ‘‘লড়াই করুন, একুশে ঘুরে দাঁড়াব…একুশে আমরাই ফিরে আসব।’’
আরোও জানা যায় লোকসভা ভোট পর্যন্ত বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি যিনি ছিলেন, সেই অরূপ খাঁ, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী, বাঁকুড়া সদরের বিধায়ক শম্পা দরিপা এবং বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত এদিন দলনেত্রীর ভর্ৎসনার মুখে পড়েন। এদিন বিষ্ণুপুরের শ্যামাপদ মুখোপাধ্যায়কে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলেছেন।
আরও জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভার দায়িত্ব দিয়েছিলেন কোতুলপুরেরর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরাকে। এদিন তাঁদের কাছ থেকে সাংগঠনিক অগ্রগতির বিষয়ে জানতে চান তৃণমূল নেত্রী। তিনি আরোও বলেন বিজেপির সাথে টাকা নিয়ে কারা তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে তাদের চিহ্নিত করুন।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রাক্তন সাংসদ উমা সোরেনকে জেলা তৃণমূলের কোর কমিটিতে সামিল করে নিতে। উমাকে সঙ্গে নিয়ে কাজ করতে বলেছেন। তৃণমূল নেত্রী এ দিন বারবার বলেন ‘‘বাড়ি বাড়ি যান, মানুষের সুখ-দুঃখের কথা শুনুন, জল খান, সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে কি না, খবর নিন।’’
Be the first to comment