দিল্লির হিংসা নিয়ে ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি গভীর উদ্বেগে রয়েছেন। বুধবার রাজধানীর অরাজক অবস্থা নিয়ে তিন ভাষায় কবিতা লিখেছিলেন। আর বৃহস্পতিবার দিল্লির হিংসা নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলনেত্রী। তবে এবার তাঁর আক্রমণের নিশানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফেসবুক পোস্টে ট্রাম্পের নাম নেননি মমতা। তবে বুঝতে কারও অসুবিধা হচ্ছে না পুরী থেকে ট্রাম্পের উদ্দেশেই তোপ দেগেছেন তৃণমূলনেত্রী। একটা পোস্টার পোস্ট করেছেন মমতা। যার মাথার উপর একটি জিজ্ঞাসা চিহ্ন। আর নীচে লেখা, “তিনি এলেন, বললেন এবং চলে গেলেন। আমার মাতৃভূমি জ্বলতে থাকল। বিচলিত শঙ্কিত উদ্বিগ্ন হৃদয় আমার ক্রন্দনরত, মৃত্যু মিছিল বেড়ে গেল।”
ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে তখন থেকেই দিল্লির পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করে। এমনকি তিনি যখন দিল্লির এক প্রান্তে রাজকীয় সুইটে রাত্রিযাপন করছেন বা পরের দিন রাইসিনা হিলসে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে যোগ দিচ্ছেন তখন রাজধানীর উত্তর-পূর্বে চলছে দেদার হিংসা।
Be the first to comment