সংখ্যালঘু অধিকার দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর দিনটিকে জাতিসঙ্ঘ সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তারপর থেকেই প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে।
সোমবার এই বিশেষ দিন উপলক্ষে নিজের ট্যুইটার প্রোফাইলে মুখ্যমন্ত্রী লেখেন, আজ সংখ্যালঘু অধিকার দিবস। আমাদের সকলকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত অধিকারগুলি তুলে ধরার অঙ্গীকার নিতে হবে, কারন ভারত বৈচিত্রের উপর ঐক্যের উপর দাঁড়িয়ে আছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটার প্রোফাইল থেকে একটি সুন্দর ছবিও আপলোড করেছেন। তিনি ছবিটিতে লেখেন, সংখ্যালঘু অধিকার দিবসে সকল জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Be the first to comment