যে আন্দোলনের ধাত্রীভূমি থেকে তিনি শুরু করেছিলেন এক নতুন যাত্রা, নিজের দলকে ক্ষমতায় এনেছিলেন, ‘নন্দীগ্রাম দিবসে’ সেই আন্দোলনের কথা স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন টুইটারে তিনি লিখলেন, ‘২০০৭ সালের এই দিনটিতে নন্দীগ্রামে গুলিতে মৃত্যু হয় গ্রামবাসীদের। অনেকের দেহ পাওয়া যায়নি। ইতিহাসে আজকের দিনটি একটি কালো দিন। নন্দীগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই’।
প্রসঙ্গত, ১৮ জানুয়ারি তেখালির মাঠের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘নন্দীগ্রাম থেকেই ২০২১-এ জেতার পালা শুরু হবে, আর এই লড়াইয়ে নন্দীগ্রামেই আমি ভোটে দাঁড়ালে কেমন হয়?’’ সভাস্থলে উপস্থিত সাধারণ তৃণমূল কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন এই ঘোষণার পর। শেষ পর্যন্ত স্থির হয় সেখানেই লড়ছেন মমতা। নন্দীগ্রাম দিবসের দিন সেই কথাও ফের মনে করিয়ে দিয়ে তিনি লিখলেন, ‘শ্রদ্ধা জানাতে ও আমার নন্দীগ্রামের ভাই বোনদের উৎসাহে আমি এ বার নন্দীগ্রাম থেকেই ভোটে লড়ছি।
Be the first to comment