কাশ্মীরের মানুষের অধিকার লঙ্ঘন করা হচ্ছে; বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

সোমবার বিশ্ব মানবিকতা দিবস ৷ আর সেই প্রসঙ্গেই কাশ্মীরের কথা উল্লেখ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে ৷

মমতা আরও লেখেন, আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি ৷ পাশাপাশি মানবাধিকার রক্ষা নিয়ে তাঁর দীর্ঘদিনের লড়াইয়ের কথাও উল্লেখ করেন তিনি ৷ লেখেন, ১৯৯৫ সাল থেকেই মানবাধিকার রক্ষা নিয়ে আন্দোলন করছেন ৷ মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে ২১ দিন পথে নেমে আন্দোলন করেছিলেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*