মহানায়কের জন্মদিনে ট্যুইটে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
তাঁর ভুবনমোহিনী হাসিতে নিজের মন হারাননি এমন মেয়ে খুঁজে পাওয়া ভার ৷ মৃত্যুর প্রায় ৩৮ বছর পরেও একই রকম রয়ে গিয়েছে তাঁর ক্যারিশমা ৷ রোমান্টিক নায়ক বলতে আজও প্রথমেই মনে আসে তাঁর নাম ৷ শুধু বাংলা সিনেমাতেই নয়, সর্বভারতীয় সিনেমাতেই তাঁর আকর্ষণ একইরকম ৷ তিনি মহানায়ক ৷
শো-ম্যান রাজকাপুরও একদা তাঁর সম্বন্ধে বলেছিলেন, ‘ভারতীয় সিনেমার স্মার্ট, আধুনিক নায়ক বলতে উত্তমের নামই মনে আসছে ৷’ বর্তমানের বার্গার-পিৎজা প্রিয় প্রজন্মের কাছেও ফুরোয়নি তাঁর অভিনীত সিনেমাগুলির আর্কষণ ৷
সুচিত্রা ছাড়াও তনুজা, সুপ্রিয়া, মাধবী, শর্মিলা ঠাকুরের সঙ্গেও উত্তমকুমারের জুটি ছিল জনপ্রিয় ৷ সারা জীবনে মোট ২১১টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি ৷ তাঁর মধ্যে ১৫টি ছিল হিন্দি সিনেমা ৷
সুচিত্রা ছাড়াও তনুজা, সুপ্রিয়া, মাধবী, শর্মিলা ঠাকুরের সঙ্গেও উত্তমকুমারের জুটি ছিল জনপ্রিয় ৷ সারা জীবনে মোট ২১১টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি ৷ তাঁর মধ্যে ১৫টি ছিল হিন্দি সিনেমা ৷
তাঁর ভুবনমোহিনী হাসিতে নিজের মন হারাননি এমন মেয়ে খুঁজে পাওয়া ভার ৷ মৃত্যুর প্রায় ৩৮ বছর পরেও একই রকম রয়ে গিয়েছে তাঁর ক্যারিশমা ৷ রোমান্টিক নায়ক বলতে আজও প্রথমেই মনে আসে তাঁর নাম ৷ শুধু বাংলা সিনেমাতেই নয়, সর্বভারতীয় সিনেমাতেই তাঁর আকর্ষণ একইরকম ৷ তিনি মহানায়ক ৷ আজ মহানায়কের জন্মদিন ৷ মহানায়কের জন্মদিনে ট্যুইটে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*