দেবাঞ্জন কাণ্ডে এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতারক সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘এরা ঠকবাজ, সবার সঙ্গে ছবি তুলে রাখে। পুরসভা দায় এড়াতে পারে না। এরা মানুষ নয়, অমানুষও নয়। বারবার নাম করে এদের জনপ্রিয় করবেন না। কাউকে রেয়াত করা হবে না।’
পাশাপাশি তিনি আশ্বাস দেন, যারা ভুয়ো ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের ফের টিকা দেওয়ার ব্যবস্থা দেওয়া হবে। টিকাপ্রাপ্তদের স্বাস্থ্যের দিকে বিশেষজ্ঞ কমিটি খেয়াল রাখছে বলেও জানান তিনি। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত বড় সাহস। এত ঔদ্ধত্য হয় কীকরে? সাধারণ মানুষ, সহজ সরল মানুষদের অনেকে চিটফান্ডের নামেও বোকা বানায়। কিছু মানুষ দেখতে সুন্দর, সেজে গুজে থাকে। প্রতারণা করে। তাদের আমি মানুষ বলে মনে করিনা। অমানুষ বলেও মনে করিনা। এদের সমাজে থাকার কোনও যৌক্তিকতা নেই। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা জঙ্গিদের থেকেও ভয়ংকর। এ ব্যাপারে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা সাহায্য করেছে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের একের পর এক প্রতারনার ঘটনা সামনে আসছে। রবিবার রাতে দেবাঞ্জনকে নিয়ে তার মাদুরদহর বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ি থেকে বেশ কিছু নথি, স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে ৩ টি ডেবিট কার্ড ও ব্যাঙ্কের পাসবুক। দেবাঞ্জনের বাবা করোনায় আক্রান্ত বলেও সূত্রের খবর।
Be the first to comment