মাসানুর রহমান,
আজ উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় প্রথম নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯শে মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং আগামী ৬ই মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আজ ভাটপাড়া সভা থেকে নাম না করে তিনি বলেন, কিছু কিছু লোককে কখনোই সন্তুষ্ট করা যায় না। এখানে দু জন আছে যারা দল থেকে সব নেওয়ার পরও গদ্দারি করেছে। ওদের সব কিছু চাই, আমরা কি করে এত দেব? ভগবানও এত কিছু দিতে পারে না।
তিনি আরোও বলেন, বিজেপি, আরএসএসের কিছু গুন্ডা আছে যারা আগুন জ্বালায়। আমাদের লোকেরা আগুন জ্বালায় না। পরশু দিনও করেছে, আমরা দাঙ্গাবাজকে কখনো ছাড়িনা, এত লাটসাহেবি এখানে চলবে না। অনেক গুন্ডাগিরি দাদাগিরি হয়েছে – নির্বাচন শীঘ্রই শেষ হয়ে যাবে, তারপর ওদের কি হবে?
নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেন, ২টো গদ্দার আছে এখানে, একজন আমার কাছে লোকসভার টিকিট চেয়েছিল আমি দিইনি, টিকিট পায়নি বলে গদ্দারি করেছে, সব জায়গাতেই এরকম দু একটা গদ্দার থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫ বছরে টিভিতে বসে শুধু নিজের প্রচার (মন কা বাত) করেছে। আর ৯৯% মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে। কেউ প্রতিবাদ করলে তার চ্যানেল বন্ধ করার হুমকি দেয় নাহলে সিবিআই ইনকাম ট্যাক্স পাঠায়। ওনার ভয়ে কোন মানুষ কথা বলতে পারে না। একমাত্র বাংলাই এদের বিরুদ্ধে লড়াই করতে পারে।
Be the first to comment