কথা ছিল ভিক্টোরিয়ার অনুষ্ঠানে শনিবার নরেন্দ্র মোদীর পাশাপাশি বক্তব্য রাখবেন তিনিও। কিন্তু তাল কাটল শুরুতেই। মঞ্চে বক্তা হিসেবে তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জয় শ্রীরাম ধ্বনি ওঠায় প্রতিবাদে গর্জে উঠলেন মমতা। বক্তব্য রাখলেন না তিনি। বললেন, কাউকে ডেকে অপমান করা উচিত নয়।
শনিবার ভিক্টোরিয়ায় মমতার নাম ঘোষণা হতেই জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন একদল দর্শক। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কলকাতায় অনুষ্ঠান পালনের আয়োজন করার জন্য। কিন্তু কাউকে আমন্ত্রণ জানিয়ে অপমানিত করা উচিত নয়। আমি এই ঘটনার প্রতিবাদে এই অনুষ্ঠানে কোনও বক্তব্য রাখতে চাই না। মমতা বলেন, সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিৎ। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। এটা সকল মানুষের, সব রাজনৈতিক দলের সকলের অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রীজি এবং সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানটি কলকাতায় আয়োজন করার জন্য। কিন্তু কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ করে তারপর অপমান করা উচিৎ নয়। এর প্রতিবাদে আমি আর কোনও কিছু এখানে বলব না। জয় হিন্দ, জয় বাংলা।’
তবে শুধু বক্তব্য রাখার আগেই নয়, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড় ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করার সময় থেকেই ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম সহ একাধিক স্লোগান ওঠে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার ঠিক আগেই জয় শ্রীরাম স্লোগান ওঠায় মেজাজ হারান মুখ্যমন্ত্রী। প্রতিবাদে গর্জে ওঠেন তিনি।
Be the first to comment