‘শান্ত-সংযত থাকুন’, হাসপাতাল থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, আশা করি দু-তিনদিনের মধ্যে কাজে ফিরব ৷ কদিন হয়তো তাঁকে হুইল চেয়ারে ঘুরতে হবে বলেও জানান মমতা ৷
তিনি জানালেন, “কাল খুব জোরে কেগেছিল, হাত, পায়ে চোট আছে লিগামেন্টে ইনজুরি রয়েছে। মাথা ও বুকেও আছে ব্যথা রয়েছে। গাড়ির বনেটে দাঁড়িয়ে নমস্কার করছিলেন। সেসময় জোরে চাপ আসে। আশা করছি, দু-তিনদিনের মধ্যে কর্মসূচিতে ফিরতে পারব। হয়তো কটা দিন হুইল চেয়ার ব্যবহার করতে হবে, আপনাদের সকলের সহযোগিতা চাই।”
প্রসঙ্গত, SSKM-উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসায় তৈরি ৮ সদস্যের মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁর দেখভাল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে চোট লেগেছে। শরীরের একাধিক অংশেও আঘাত লাগে। তবে হাড় ভাঙেনি। পেশির চোটেই কাবু মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাণর প্রয়োজনীয় সবরকম স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ব্যথা কমানোর ও।ুধ তাঁকে দেওয়া হয়েছে। আপাতত দিন দুয়েক তাঁর হাসপাতালেই থাকার কথা।
বুধবার সন্ধেয় তিনি যখন নন্দীগ্রামের বিরুলিয়ার কাছে একটি মন্দির থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময় থাকে কেউ বা কারা তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। পরিকল্পনা করে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধাক্কা লাগার পরেই তিনি মুখ থুবড়ে মাটিতে পড়ে যান।
Be the first to comment