আদিবাসী দিবসে ঝাড়গ্রাম সফর মমতার

Spread the love

রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই জেলা সফরের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল দিয়েই তিনি সফর শুরু করছেন।

সোমবার, ৯ অগাস্ট তিনি ঝাড়গ্রাম যাবেন। সেখানে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। অনুষ্ঠান শেষে তিনি একটি আদিবাসী গ্রামেও যেতে পারেন। এ জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রের খবর, ঝাড়গ্রামের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন মঙ্গলবার হেলিকপ্টারে বন্যা-বিধ্বস্ত ঘাটাল পরিদর্শন করার কথাও রয়েছে তাঁর। সেখানে দুর্গত মানুষ ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন তিনি। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর দ্বিতীয় জেলা সফর। প্রথম বার ইয়াস-দুর্গত হিঙ্গলগঞ্জ, সাগর ও দিঘা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সাগর ও দিঘায় প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*