দিনকয়েক পরেই দিল্লি থেকে শূন্য হয়ে যাবে বিজেপি। এরাজ্যে সিপিএমের মতো দিল্লি থেকেও বিজেপি বিদায় নেবে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির জনসভা থেকে এভাবেই সুর চড়ালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শাসকদলের প্রতি মানুষের ক্ষোভের প্রতিফলন ভোট বাক্সে পড়েছে বলে স্বীকার করে নেন তৃমমূল নেত্রী। কিন্তু ভুল বুঝে যাদের জিতিয়ে আনা হয়েছে, তারা আরও ভয়ঙ্কর বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষের চোখ খুলতেই কেশিয়াড়ি আসা বলে মন্তব্য করেন মমতা।
পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল জমানায় উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন। নয়াগ্রাম-কেশিয়াড়িতে জঙ্গলকন্যা সেতু তৈরি, ২০ টি কর্মতীর্থ সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। জনসভা থেকে জানান মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার দিঘায় যাবেন তিনি। ৫ ডিসেম্বর বাজকুলে জনসভায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সেদিন রাতে থাকবেন দিঘাতেই। ৬ ডিসেম্বর দিঘায় প্রশাসনিক বৈঠক। ৭ ডিসেম্বর কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন ছবি-
Be the first to comment