ধর্ণা তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি ধর্ণামঞ্চে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।আসেন তেজস্বী যাদব ও। এদিন সন্ধ্যায় চন্দ্রবাবু নাইডু, তেজস্বী যাদব অনুরোধ করেন ধর্ণা প্রত্যাহার করার জন্য। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও বলেন আগামীতে আন্দোলন জারী থাকবে,কিন্তু এখন আন্দোলন তুলে নিন। এদিন ধর্ণা প্রত্যাহারের পর মমতা জানান, আদালতে আজ আমাদের জয় হয়েছে। এই জয় সংবিধানের জয়, গণতন্ত্রের জয়। আমি একা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। বিরোধী নেতাদের অনুরোধেই এই ধর্ণা তুললেন মুখ্যমন্ত্রী।
তৃতীয় দিনে ধর্না তুললেন মমতা। তিনি আবারও মনে করিয়ে দেন এটা রাজনৈতিক ধর্ণা নয়। এটা সংবিধানকে বাঁচানোর ধর্ণা। মুখ্যমন্ত্রী আরও জানান, পরবর্তী রাজনৈতিক কর্মসূচী দিল্লিতে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে ধর্ণা মঞ্চে সামিল হবে বিজেপি বিরোধী মহাজোট। মমতা বলেন, এই আন্দোলন জারি থাকবে। একমাত্র কী মোদী দেশে থাকবেন?
পাশাপাশি মমতা এদিন বলেন, রাজীব কুমার ধর্ণায় যোগ দেন নি।
Be the first to comment