আবারও চিঠিতে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির জল ছাড়া নিয়ে অভিযোগ তুলে মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন তিনি। এর আগে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতিকে ম্যান মেড বন্যার তকমা দিয়েছিলেন। এদিনই চিঠিতে একই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এর আগে ৪ অগাস্ট পাঠানো চিঠির জবাব না দেওয়ার জন্যেও ক্ষোভ প্রকাশ করেন।
রাজ্যের আট জেলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। এর জন্য ডিভিসি-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেছিলেন ম্যান মেড ক্রাইম। এদিন পাঠানো চার পাতার চিঠিতে বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সময় মতো পরিকাঠামোগত পদক্ষেপ না করায় দীর্ঘদিন ধরে এই ম্যান মেড বন্যা হচ্ছে বাংলায়।’ এই বিষয়ে অবিলম্বে সংশ্লিষ্ট দফতরের পদক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তাঁর আর্জি, ‘শীঘ্রই এবিষয়ে কোনও পরিকল্পনা করুক কেন্দ্র।’
এই প্রথম নয়, ডিভিসি-এর জল ছাড়ার সমস্যা নিয়ে আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাত থেকে আটটি চিঠি দিয়েছেন বলেন দাবি। গত শুক্রবার তিনি বলেন, আপনারা বিষয়টা বুঝছেন না। জুলাই মাসে ১ লাখ ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ৩০ তারিখ, ১ তারিখ দফায় দফায় জল ছাড়া হয়েছে। ১০ লাখ কিউসেকের উপর জল ছাড়া হয়েছে। রাজ্যের এই বন্যা পরিস্থিতি শুধুমাত্র বৃষ্টির কারণে হয়নি। এটি একটি ম্যান মেড ক্রাইম। কেন ডিভিসি জল ছেড়ে আমাদের ডোবাবে! আমরা ৫ লাখ মানুষকে এখনও পর্যন্ত উদ্ধার করেছি। এভাবে রাজ্যকে না জানিয়ে অপরিকল্পিতভাবে ডিভিসি-এর জল ছাড়া একটি অপরাধ। কেন্দ্র সরকারকে বলব অবিলম্বে DVC-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
Be the first to comment