শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে তৎপর রাজ্য সরকার এক্স হ্যান্ডেল পোস্টে লিখলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে তৎপর রাজ্য সরকার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে আসা বিনিয়োগ প্রস্তাব সঙ্গে সঙ্গে কার্যকর করতে ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন হয়েছে। যার মূল লক্ষ্য শিল্পে বিনিয়োগ-সহ বিভিন্ন ব্যবসায়িক পরিষেবা দেওয়ার ব্যবস্থাকে আরও মসৃণ করা। বিশ্ববঙ্গ সম্মেলনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটি গঠনের কথা জানিয়েছিলেন। যেমন কথা তেমন কাজ! কথা রাখলেন তিনি। সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী খোদ।

এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। সম্মেলন থেকে আসা বিনিয়োগ প্রস্তাব সঙ্গে সঙ্গে কার্যকর করতে ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন করা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থকে মাথায় রেখে ১৮ জনের এই কমিটিতে থাকছেন শিল্প, অর্থ, বিদুৎ-সহ একাধিক দপ্তরের সচিব। থাকছেন রাজ্যের শীর্ষ পুলিশকর্তারাও। পরবর্তীকালে সংশ্লিষ্ট আরও কাউকে যাতে কমিটিতে আনা যায়, সেই জায়গাও রাখা হয়েছে। কী সুবিধা দেবে এই সিনার্জি?

মূল লক্ষ্য, বিনিয়োগের প্রস্তাব এবং ব্যবসায়িক বিষয় সংক্রান্ত যে কোনও পরিষেবার জন্য কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি। অনলাইনে বিনিয়োগ প্রস্তাব জমা করা যাবে। তৈরি হয়েছে ওয়েবসাইটও। সময়ের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেওয়া। অনেক ক্ষেত্রেই বিনিয়োগের ছাড়পত্রের জন্য এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে হয়। এবার সেই ঘোরাঘুরি বন্ধ করতেই এই সিনার্জি তৈরি করা হল। যারা সম্পূর্ণ বিষয়টি দেখভাল করবে। শুধু পরিকল্পনা নয়, দ্রুত গতিতে যাতে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়, সেদিকেও তীক্ষ্ম নজর রাখবে এই সিনার্জি। অনলাইনে খতিয়ে দেখা হবে ব্যবসা সংক্রান্ত যে কোনও ধরনের অভিযোগ। ১৪ দিন অন্তর রিভিউ মিটিংয়ে বসবে তারা। খতিয়ে দেখবে কাজের অগ্রগতি। শুরু রাজ্যস্তরে নয়, জেলাস্তরেও সিনার্জি তৈরি হবে।
বিগত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। একইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এবারের সম্মেলনে আসা প্রস্তাবগুলির বাস্তবায়ন সম্ভব হয়, তার জন্যই দ্রুত এই কমিটি গঠন করা হল। শীঘ্রই এই কমিটির বৈঠক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*